আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার দায়ে তিন খাবার হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার পৌর শহরের রেলওয়ে স্টেশন সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংশ্লিষ্ট ধারায় তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবশে খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
/এএম
Leave a reply