খুলনায় সিএনজি-লরি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

|

খুলনার ডুমুরিয়ায় সিএনজি ও লরির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৭ মে) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। তারা সিএনজির আরোহী ছিলেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লরির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply