জীবনযাত্রার ব্যয় সমন্বয় করতে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারী কর্মচারীরা, এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।
অর্থ উপদেষ্টা জানান, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি। সরকার কখন থেকে দিতে পারবে, কত দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, আজকের বৈঠকে এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা ও সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
এনবিআর বিলুপ্ত করা এবং স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
/এমএন
Leave a reply