ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২০ মে) বিকেলে ডিএনসিসি ভবনের সামনে তারা এ সমাবেশ করেন।
এ সময় গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেন, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা ও এনসিপির প্রতিনিধি। তাকে নিয়োগ দেয়ার মাধ্যমে দেশের জঙ্গিবাদকে উসকে দেয়া হচ্ছে। এ সময় বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ না করলে আগামী শনিবার থেকে যমুনার সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দেন তারা।
তারা আরও বলেছেন, দেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদের ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার দেশের মানুষ ও কোনও রাজনৈতিক দলের কথা না শুনে শুধু একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে। তারা দেশকে এনজিও প্রজাতন্ত্র বানানোর চেষ্টা করছে। সরকার নির্বাচন বাদ দিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিচ্ছে বলেও সমাবেশে অভিযোগ তোলা হয়।
যদিও গত রোববার ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এক বিবৃতিতে বলেছেন, মোহাম্মদ এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।
/এমএন/আরএইচ
Leave a reply