সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০

|

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলিয়ারচর গ্রামের আজম প্রামানিক ও বাগধোনাইল গ্রামের লিয়াকত হোসনের মধ্যে বিরোধ চলছে। আজম স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও লিয়াকত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান কাটা নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এতে মারা যান নজরুল ইসলাম নামের এক কৃষক। সেইসাথে আহত হন আরও ১০ জন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গত দু’মাস ধরে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে দু’পক্ষ। অপরদিকে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply