একে অপরকে আনফলো করলেন যশ-নুসরাত

|

সম্পর্কের শুরু থেকেই নানা কারণে সমালোচনায় থাকেন পশ্চিমবঙ্গের নুসরাত জাহান-যশ দাশগুপ্ত তারকা দম্পতি। এবার একে অপরকে আনফলো করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ থেকেই ফের গুঞ্জন উঠেছে হয়তো তাদের সম্পর্কে ফাটল ধরেছে।

কিছু দিন আগে ‘আড়ি’ ছবির জন্য দু’জনে চুটিয়ে প্রচারপর্ব চালিয়েছেন। হাতে হাত ধরে ছবির প্রচারে দেখা গিয়েছিল যশ-নুসরাতকে। কয়েক দিন কাটতে না কাটতেই টলিউডে ফিসফাস আরও বেড়েছে নায়কের নতুন পোস্ট দেখে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের লেখার বাংলা অর্থ, ‘সবশেষে, তোমার পাশে কেবল নিজেই থাকো।’ এছাড়া নিজের প্রথমপক্ষের ছেলের সঙ্গে একটা ছবিতেও যশকে দেখা গিয়েছিল। এ দিনই আবার নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। যশ এবং নুসরাত দু’জনই একে অপরের দ্বিতীয়পক্ষের সঙ্গী। প্রথম স্বামীর সঙ্গে বিয়ের অল্প সময় পরই যশের কারণে বিবাহবিচ্ছেদ করেন নায়িকা।

প্রসঙ্গত, ছেলে ঈশানের জন্মের পর থেকে একসঙ্গেই থাকছেন যশ-নুসরাত। কাজ ছাড়া বেশিরভাগ সময় একসঙ্গেই সময় কাটাতে দেখা যায় এই দম্পতিকে। বলা চলে, ছেলে ঈশানকে নিয়ে যশ-নুসরাতের সুখের সংসার।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply