ফেনীর দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করলো বিএসএফ

|

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টার দিকে তাদের পুশ ইন করা হয়। পরে তাদেরকে আটক করে বিজিবি।

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন শিশু। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আজ ভোরে জসপুর ও খেজুরিয়া বিওপির ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। পরে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply