প্রতি বছরই ফ্রান্সের উপকূলীয় শহর কানে অনুষ্ঠিত হয় বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলা। একে কান উৎসব বলা হয়। পৃথিবীর আনাচে কানাচের অভিনেতারা ছুটে যান এই উৎসবে অংশগ্রহণ করতে। সেখানে দেয়া হয়, উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার। এবারও তার ব্যতিক্রম নয়, পাম দ’র পুরস্কার জিতে নিয়েছেন রবার্ট ডি নিরো।
এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়েছে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা শাখায় ছিল ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় ছিল ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি ছবি। লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। তবে ছবিতে দেখে নেয়া যাক, এবারের কান উৎসবের আসর।
ছবি: দক্ষিণ ফ্রান্সের কানে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির প্রিমিয়ার থেকে বিদায় নেওয়ার সময় রেনেট রেইনসভ আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেনছবি: চলচ্চিত্র উৎসবে ‘দ্য হিস্ট্রি অফ সাউন্ড’ ছবির প্রিমিয়ারে পৌঁছানোর পর ঐশ্বরিয়া রায় বচ্চন আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন।ছবি: বুধবার উৎসবে ‘দ্য হিস্ট্রি অফ সাউন্ড’ ছবির প্রিমিয়ারে পৌঁছানোর পর অ্যালিসন বার্টলেট, বাম থেকে, রাফায়েল সবার্জ, লেখক বেন শ্যাটাক, পল মেসকাল এবং পরিচালক অলিভার হারমানাস আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন।ছবি: পরিচালক স্কারলেট জোহানসন উৎসবে ‘এলিয়েনর দ্য গ্রেট’ ছবির জন্য ফটোতে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন।ছবি: উৎসবে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির প্রিমিয়ার থেকে বিদায় নেওয়ার সময় অ্যান্ডার্স ড্যানিয়েলসেন লাই, বাম দিক থেকে, এলি ফ্যানিং এবং রেনেট রেইনসভ আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন।ছবি: ‘ফুওরি’ ছবির জন্য ফটো কলে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন এলোডি, বাম দিক থেকে, কোরাডো ফরচুনা, ভ্যালেরিয়া গোলিনো, মারিও মার্টোন, মাটিল্ডা ডি অ্যাঞ্জেলিস এবং ইপ্পোলিটা ডি মাজো।ছবি: ‘আয়েশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে’ ছবির জন্য ফটো কলে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন বুলিয়ানা সাইমন, পরিচালক মোরাদ মোস্তফা এবং জিয়াদ জাজা, বাঁ দিক থেকে।ছবি: উৎসবে ‘আয়েশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে’ ছবির জন্য ফটো কলে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন পরিচালক মোরাদ মোস্তফা, বামে, এবং মোস্তফা এলকাশেফ।ছবি: বাঁয়ে জুন স্কুইব, এবং পরিচালক স্কারলেট জোহানসন ‘এলিয়েনর দ্য গ্রেট’ ছবির জন্য ফটো কলে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছেন।
Leave a reply