৭০ বছর বয়সে অবসরে যাবেন ডেনমার্কের নাগরিকরা, নতুন আইন পাশ

|

ডেনমার্কের নাগরিকদের অবসরের বয়সসীমা ৭০ বছরে উন্নীত করছে ডেনিশ সরকার। বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব দেয়া হয়েছে। তবে আইনি এখনও কার্যকর হয়নি। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০৪০ সালের মধ্যে নাগরিকদের অবসরে যাওয়ার বয়স ৭০ বছরে উন্নীত করবে ডেনমার্ক। দেশটির আইনসভায় এই অবসরের বয়স বৃদ্ধির প্রস্তাবটি ৮১-২১ ভোটে অনুমোদিত হয়েছে।

বর্তমানে ডেনমার্কের নাগরিকদের প্রত্যাশিত আয়ু ৮১ দশমিক ৭ বছর। সরকার প্রতি পাঁচ বছর পরপর এই বয়সসীমা বাড়িয়ে আসছে। ড্যানিশ নিয়ম অনুযায়ী, অবসরের বয়স ২০৩০ সালে ৬৭ থেকে বেড়ে ৬৮ হবে।

এরপর ২০৩৫ সালে ৬৯ এবং অবশেষে ২০৪০ সালে ৭০-এ পৌঁছাবে। এই ৭০ বছর অবসরের বয়স শুধুমাত্র ৩১ ডিসেম্বর, ১৯৭০ সালের পরে জন্মগ্রহণকারী ড্যানিশ নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply