‘কোভিড-১৯’ এর সর্বোত্তম ওষুধ শনাক্ত করেছেন গবেষকরা

|

গবেষকরা দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় জানিয়েছেন, জ্যানাস কাইনেজ ইনহিবিটর নামক ওষুধ ‘কোভিড-১৯’-এ হাসপাতালে ভর্তি রোগীদের ফার্স্ট লাইন থেরাপি হিসেবে ব্যবহার করা উচিত। এই ওষুধটি কোভিডে আক্রান্ত রোগীদের ইমিউন সিস্টেমে ধীর করে কাজ করে। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

জ্যানাস কাইনেজ মূলত এক ধরনের ইমিউনোমডুলেটরি ওষুধ যা ইমিউন সিস্টেমের অতিসক্রিয়তা নিয়ন্ত্রণ করে (রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ কিছু রোগে ইতিমধ্যে ব্যবহৃত হয়)।

গবেষণায় দেখা গেছে, এই ওষুধ সাইটোকাইন স্টর্ম (‘কোভিড-১৯’এ মারাত্মক ইমিউন প্রতিক্রিয়া) প্রতিরোধে সহায়ক এবং হাসপাতালে ভর্তি রোগীদের জটিলতা কমাতে পারে। এছাড়াও ইনহিবিটর গ্রহণকারী গ্রুপে ২৮ দিনে মৃত্যুর ঝুঁকি মাত্র তিন শতাংশ।

বিশেষজ্ঞরা এখন ‘কোভিড-১৯’-এর গুরুতর রোগীদের প্রাথমিক চিকিৎসায় জ্যানাস কাইনেজ (যেমন: ব্যারিসিটিনিব, টফাসিটিনিব) ইনহিবিটর ব্যবহারের সুপারিশ করছেন। তবে, এই গবেষণা শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রযোজ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply