মানিকগঞ্জ করেসপনডেন্ট:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিনী প্রমিলার স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে। জমিদার বাড়ির পাশেই রয়েছে প্রমিলার জন্মভিটা। তার সাথে জড়িয়ে কবি নজরুলের স্মৃতি।
ভালোবাসার টানে যমুনা পাড়ের এই গ্রামটিতে বেশ কয়েকবার এসেছিলেন কবি কাজী নজরুল। রচনা করেছেন অসংখ্য কালজয়ী সাহিত্য। জমিদার বাড়ির শান বাঁধানো পুকুরে পাড়ে সময় কাটিয়েছেন। পাড়ের বকুল তলায় বসে বাঁশিও বাজিয়েছেন তিনি।
যমুনার তীরে গড়ে ওঠা এই জমিদার বাড়িটি ঘিরে পযর্টনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সংস্কারের অভাবে এখন তা ধ্বংসের পথে।প্রত্নতত্ত্ব অধিদফতর বাড়িটির একাংশ সংস্কার করলেও বেশির ভাগই জরাজীর্ণ। খসে পড়ছে ইট-সুরকি।
বাড়িটি সংস্কারের পাশাপাশি পযর্টক আকর্ষণে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, অনেক পর্যটক এই জমিদার বাড়িটিতে আসে। কিন্তু তারা হতাশ হয়ে ফিরে যায়। এখানে লাইব্রেরী, স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে পর্যটকরা কবি কাজী নজরুল ও প্রমিলা সম্পর্কে অনেককিছু জানতে পারবে।
প্রেম, দ্রোহ ও সাম্যের কবি নজরুলের স্মৃতিধন্য তেওতাকে পযর্টন বান্ধব করতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তিনি বলেন, পর্যটকদের সুবিধার্থে যাওয়া-আসার সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখানে একটি স্মৃতি পাঠাগার করার উদ্যোগ নেয়া হবে।
এদিকে, জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে জমিদার বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে।
/আরএইচ
Leave a reply