দুর্নীতির অভিযোগে জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ৩২৬ কোটি টাকার সন্দেজনক লেনদেন ও পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে।
এদিকে, দুদক চেয়ারম্যান ও তার পিএস পরিচয়ে প্রতারকচক্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইলে কল দিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দুদক।
/এসআইএন
Leave a reply