ম্যান সিটির হয়ে শেষ ম্যাচটি খেললেন কেভিন ডি ব্রুইনা
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শীর্ষে থেকে আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন লিভারপুল ও আর্সেনাল। ইউরোপা লিগ জয় করে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে টটেনহাম হটসপারও। আর শেষ রাউন্ডের রোমাঞ্চে একই সময়ে ১০ ম্যাচের লড়াইয়ে আগামী মৌসুমে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড।
চ্যাম্পিয়নস লিগে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল চেলসি। তবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়ে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেয় তারা।
একইভাবে ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মৌসুম শেষ করে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতের আনন্দে মাতে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে এভারটনের কাছে ১-০ গোলে হারলেও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় ইউসিএলে জায়গা করে নেয় নিউক্যাসলও।
চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে ১ পয়েন্ট দরকার ছিল ম্যান সিটির। ইলকায় গুন্দোয়ান ও আর্লিং হলান্ডের দুই অর্ধের দুই গোলে ফুলহামকে হারিয়েছে তারা। এই জয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে এবারের লিগ শেষ করলো আগের চারবারের চ্যাম্পিয়ন সিটি।
ইপিএলে চতুর্থ হয়েছে চেলসি। প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ম্যানইউ’র কাছে ২-০ গোলে হারাতেই কপাল খুলেছে নিউক্যাসলের। তারা পঞ্চম হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে।
/এএম
Leave a reply