সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন

|

ফাইল ছবি।

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদেরকে আটক করে বিজিবি।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে তাদের সদর থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৭ জন নারী, ৭ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও একজনের বাড়ি ঝালকাটি জেলায়।

আটককৃতরা জানান, তারা ভারতের হরিয়ানা রাজ্যে একটি ইটভাটায় কাজ করতেন। গত ১৫ মে তাদের আটক করে দেশটির পুলিশ। পরে কুশখালী সীমান্তঘেষা ভারতে একটি স্থানে তাদেরকে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে মঙ্গলবার ভোরে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুশখালী বিওপির কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুর রহমান জানান, যাচাই-বাছাই করে দেখা গেছে আটককৃতদের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। তাদের বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আত্নীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনরা এলে আটককৃতদের তাদের হাতে তুলে দেয়া হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply