রাজধানীর ডেমরা ও মান্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার কেজি সরকারি চালসহ বিপুল পণ্যসামগ্রী জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।
বুধবার (২৮ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি গুদামে এবং মুগদা থানাধীন মান্ডা এলাকার আরেকটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকেই জব্দ হয় এসব সামগ্রী।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৫০ কেজি ওজনের সাড়ে ১২শ’ চালের বস্তা, ৫০৭ বস্তা আটা, ১১৭ বস্তা ডাল এবং ১৫০ লিটার সয়াবিন তেল। অভিযানে গুদামের তিন কর্মচারীকে আটক করা হয়। সেইসাথে, এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাকও জব্দ করে যৌথবাহিনী।
পরবর্তীতে, জব্দকৃত মালামাল এবং আটককৃতদের ডেমরা ও মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
/এএইচএম
Leave a reply