পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না: ট্রাম্প

|

পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৮ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। সেদিনই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

অপরদিকে, হোয়াইট হাউসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সাথে আমাদের পরমাণু আলোচনা সঠিক পথে এগুচ্ছে। আমরা স্থায়ী সমাধানের দ্বারপ্রান্তে। তেহরানও স্থায়ী সমাধানে আগ্রহী। এজন্য নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছি, ইরানে হামলার এখন সঠিক সময় নয়।

এ সময়, সব ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিও হতে পারে বলে জানান তিনি।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কিছুদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। আর ইরান বলছে, যদি এমন কোনও আক্রমণ চালানো হয় তবে এর কঠোর প্রতিশোধ নেয়া হবে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply