সুইজারল্যান্ডে হিমবাহ ধসে তছনছ আস্ত একটি গ্রাম!

|

সুইজারল্যান্ডে বিশাল হিমবাহ ধসের ফলে তছনছ হয়ে গেছে আলপ্স পর্বত সংলগ্ন ব্লাটেন গ্রামের প্রায় পুরো অংশই। প্রাণে বেঁচে গেলেও সব হারিয়ে আজ নিঃস্ব গ্রামবাসীরা। জলবায়ু পরিবর্তনের কারণেই এ দুর্যোগ, বলছেন বিশেষজ্ঞরা।

ঘটনার শুরু অবশ্য প্রায় ২ সপ্তাহ আগে। পাহাড়ের বিভিন্ন স্থানে দফায় দফায় ভূমিধস হয়। তবে সেগুলো খুব বড় মাত্রায় ছিলো না। তারপরও সতর্কতা জারি করে প্রশাসন। বাড়ি ছাড়েন প্রায় ৩০০ বাসিন্দা।

এরইমধ্যে গত বুধবার ধসে পড়ে পাহাড়ের বিশাল হিমবাহ। তারই প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয় তুষার এবং পাহাড় ধস। টন টন বরফ, মাটি এবং পাথরের নিচে চাপা পড়ে বিশাল এলাকা।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণে বেঁচে গেলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব গ্রামটির বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা যেন আবার সেখানে নতুন করে জীবন শুরু করতে পারেন, সে জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সুইস সরকার।

আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে ধসে পড়ছে বিশালাকারের এসব হিমবাহ। ফলে আলপ্স পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোয় প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply