ফ্রেঞ্চ ওপেনে যে রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন জোকোভিচ

|

গত বছর প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন নোভাক জোকোভিচ। এরপর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি এই সার্বিয়ান টেনিস তারকার। তবে, চলতি ফরাসি ওপেনে নামার আগে নিজের ১০০তম এটিপি ট্রফি জিতেছেন তিনি। আর সেই আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছে ফরাসি ওপেনেও। প্রথম রাউন্ডে সহজ জয়ের পর দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পেয়েছেন নোভাক।

এই পর্বে জোকোভিচের প্রতিপক্ষ ছিলো ফ্রান্সের কোরেন্তিন মৌতেত। জিততে খুব বেশি কষ্ট করতে হয়নি ৩৮ বছর বয়সী নোভাক জোকোভিচকে। তৃতীয় সেটে অবশ্য খেলা টাইব্রেকে নিয়ে যেতে সেট পয়েন্ট বাঁচাতে হয়েছে। সব মিলে তিনি জিতেছেন ৬-৩, ৬-২ ও ৭-৬ (৭-১) গেমে।

নোভাক এর আগে মৌতেতের মুখোমুখি হয়েছেন দুবার, ২০১৯ সালে এটিপি মাস্টার্স প্যারিসের রাউন্ড অফ ৩২ ও ২০২৪ সালে এটিপি মাস্টার্স রোমের রাউন্ড অফ ৬৪।

সেই দুটি ম্যাচ স্ট্রেট সেটেই জিতে নিয়েছিলেন তিনি। তবে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করলেন দুজন। ম্যাচের ফলাফলে, ফরাসি খেলোয়াড়দের বিপক্ষে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখলেন নোভাক জোকোভিচ।

উল্লেখ্য, এই জয়ে প্যারিসে ২০তম বারের মতো শেষ ৩২ নিশ্চিত করেছেন জোকোভিচ। যা ১৪বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদালের চেয়েও বেশি। শেষ ষোলোয় যেতে পরের রাউন্ডে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ান কোয়ালিফায়ার ২৩ বছর বয়সী ফিলিপ মিসোলিক।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply