মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

|

স্টাফ করেসপডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের রাজৈরের চলমান গণেশ পাগলের মেলায় (কুম্ভমেলা) জুয়ারিদের সঙ্গে হাতাহাতিতে পুলিশ সদস্যদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি কদমবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গুলি ছিনতাইয়ের ঘটনায় এক কনস্টেবলসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্য হলেন- মাদারীপুর জেলা পুলিশ লাইন্সের কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসান।

পুলিশ, স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার (২৮ মে) রাত ১০টা পর্যন্ত কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় মহামানব গণেশ পাগল সেবাশ্রমের আয়োজিত ঐতিহ্যবাহী কুম্ভমেলায় ডিউটি করেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। পরে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সিভিল পোশাকে মেলার মাঠের জুয়ার আসরে যান মেহেদী ও জুবায়ের। এসময় জুয়ারিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে মেহেদীর সাথে থাকা সরকারি শর্টগানের ৩০ রাউন্ড শর্ট গানের গুলি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযানে নামেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুলেট হারানোর পর বৃহস্পতিবার রাতে দুই পুলিশ সদস্য মেহেদী ও জুবায়েরকে প্রত্যাহার করা হয়। অভিযানকালে বৃহস্পতিবার দিবাগত ভোররাতে কদমবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ গুলিগুলো উদ্ধার করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে পুলিশের কনস্টেবল মেহেদী হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বর্তমানে মাদারীপুর পুলিশ লাইন্সে আছেন।

এ বিষয়ে প্রত্যাহারকৃত আরেক পুলিশ সদস্য জুবায়ের হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, শটগানের ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডকুমেন্টসগুলা রেডি হচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার নেই। একটি মামলা দায়ের করা হচ্ছে। মামলাটি প্রক্রিয়াধীন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply