হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

|

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। অনুকূল পরিবেশ পাওয়ায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে ডিম ছাড়া শুরু হয়। ভোর থেকে ছোট ছোট নৌকা নিয়ে ডিম সংগ্রহ করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, হালদা নদীর আমতুয়া এলাকায় পুরোদমে ডিম ছাড়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশের মতো কার্পজাতীয় মা মাছ। ডিমের পরিমাণ বেশি হওয়ায় খুশি সংগ্রহকারীরা। কয়েকদিনের ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হালদায় অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায়, পুরোদমে ডিম ছাড়ছে মা মাছ।

জানা গেছে, প্রায় ৩০০ নৌকা নিয়ে গত বুধবার থেকে হালদা নদীতে অপেক্ষায় ছিলেন ৭০০ ডিম সংগ্রহকারী। তিন দিন ধরে ডিম সংগ্রহকারীরা নদীতে নির্ঘুম রাত কাটান। এর আগে গত মঙ্গলবার ও গতকাল দুই দফায় স্বল্প পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। স্বল্প পরিমাণ হওয়ায় একে নমুনা ডিম বলেন সংগ্রহকারীরা।

এপ্রিল থেকে জুন মাস হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়। মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে। এ প্রসঙ্গে বিশিষ্ট হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে গতকাল রাতে মা মাছ ডিম ছেড়েছে। প্রায় ৩০০ নৌকা নিয়ে অন্তত ৭০০ ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করে। কী পরিমাণ ডিম পাওয়া গেছে, এর হিসাব এখনও পাওয়া যায়নি। তবে আবহাওয়া অনুকূল থাকায় এবার ডিম ভালো পাওয়া যাবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply