প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
রোববার (১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে রওনা দেন তারা। পরে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে তাদের আটকে দেয়া হলে সেখানেই অবস্থান নেন তারা।
এর আগে, গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। তাদের আগে চার দফা দাবি থাকলেও এখন দুই দফা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।
/এএইচএম
Leave a reply