চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের পক্ষে নিজেদের সুষ্ঠু অবস্থান জানান দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। রোববার (১ জুন) বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে চলমান রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যেই একটি পক্ষপাতহীন, সুষ্ঠু ও দলনিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মর্যাদা ও বিশ্বমণ্ডলে জনগণ এখন একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন চায়। বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উপদ্রব ও বৈরীপারিস্থিতির প্রভাব, বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র চরম হুমকির মুখে ফেলেছে। আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতা ভিত্তিক রাজনৈতিক ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, কেবলমাত্র মানবতাই রাজনীতিকে পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে। তিনি আরও বলেন, সঠিক জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দলনিরপেক্ষ নির্বাচনেরকালীন সরকার প্রয়োজন। সেইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ‘ডিজিটাল মোবাইল থ্রু ভোটিং’ ব্যবস্থা চালুর প্রস্তাবও দেন তিনি।
/এমএইচ
Leave a reply