বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের অপসারণের দাবিতে ডাকা সংবাদ সম্মেলন বহিরাগতদের হামলা ও আনসার সদস্যদের বাধায় পণ্ড হয়েছে।
রোববার (১ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, বাউফলের ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাংবাদিক সম্মেলনের আহবান জানায় শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শুরুর আগে ইউএনও কার্যালয়ের এক কর্মচারী মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। খোলা রাখেন পকেট গেট। বিকেলে সংবাদ সম্মেলনের শুরুতেই কয়েকজন দুর্বৃত্ত এসে ব্যানার ছিঁড়ে নিয়ে যায়। এসময় পরিবেশ কিছুটা উত্তেজিত হয়।
এরপর শিক্ষার্থীরা লিখিত বক্তব্য পাঠ করা শুরু করলে দুর্বৃত্তরা লিখিত বক্তব্যের কাগজ ছিনিয়ে নিয়ে যায়। হট্টগোল শুরু হলে কিছুক্ষণের মধ্যে ইউএনওর দেহরক্ষীর দায়িত্বে থাকা আনসার সদস্যরা এসে শিক্ষার্থীদের চলে যেতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়।
এতে শিক্ষার্থী শাহনাজ, সাবেক ছাত্র সমন্বয়ক আয়শাতুন্নেছা বর্ষা, শুভ চন্দ্রশীল ও সিয়াম আহম্মেদকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তারা। সাংবাদিকদের শিক্ষার্থীদের অভিযোগ জানতে বাধাও দেন আনসার সদস্যরা। এতে সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ আজকের সংবাদ সম্মেলন সম্পর্কে জানে না বলে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগও করেন।
লাঞ্ছিত হওয়া শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যায়। সেখানে শিক্ষার্থীরা ১ ঘন্টা বসে থাকার পরও (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) জিডি করতে পারেননি বলে জানা গেছে।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুলিশ বলছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানায় নেই। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন।
ইউএনও আমিনুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। উপজেলা পরিষদ চত্বরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
/এএম
Leave a reply