জিএম কাদেরের বাড়িতে হামলা: ‘অনাকাঙ্ক্ষিত’ বললো বৈষম্যবিরোধীরা, বিএনপির দুঃখ প্রকাশ

|

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার ঘটনাটি অনাকাঙ্খিত। এরজন্য দুঃখ প্রকাশ করেছেন রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। রংপুর সেনানিবাসের কমান্ডারের সাথে এক বৈঠকে এমনটা জানান তারা।

রোবার রাতে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের সাথে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের এই বৈঠক।

এ সময় হামলায় জড়িত, দুই দলের চার সদস্যও উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। একই সাথে ভবিষ্যতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেও যেকোনো পরিস্থিতিতে সহযোগিতার বিষয়টিও আলোচনা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সেদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমরা আমাদের ভাই-ব্রাদারদের সতর্ক করে সচেতন করেছি।

এছাড়া বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, আমরা আমাদের দুইজন কর্মীকে সাথে নিয়ে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের চায়ের দাওয়াতে এসেছিলাম। উনার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় সমস্যার সমাধান হয়েছে।

এই দুঃখ প্রকাশের মাধ্যমে জিএম কাদারের বাড়িতে হামলার পরিস্থিতির প্রাথমিক নিরসন হয়েছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি বলেন, যারা দোষী তাদের চিহ্নিত করতে আমাদের কিছু সাহায়ের প্রয়োজন ছিল, আজকে খুব আনন্দের সঙ্গে, দুই দলের যারা কর্ণধর আছেন, তারা এসেছেন। তারা বুঝতে পেরেছেন, কাজটা তারা ভালো করেননি। অনেকে আবেগের বশে করে ফেলেছেন। তারা কথা দিয়েছেন, এমন কাজ সারা বাংলাদেশে আর দ্বিতীয়বার আর হবে না।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply