চাঁদপুরের শার্শার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের (কুষ্টিপুর) ৬নং ওয়ার্ড ইউপি সদস্যের বাসা থেকে দুঃস্থদের খাদ্য সহায়তার ১৬ বস্তা চাল উদ্ধারের ঘটনাকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ির ঘটনা বলে গুজব ছড়িয়েছে নিষিদ্ধ সংগঠনের সাইবার সেল। আর কোন প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই গুজব প্রচার করছেন বলে অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি জানান, প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। কোন প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন।
এর প্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর, গমচোর বলে স্লোগান দিচ্ছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসা বশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন। অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম।
এ সময়, দুঃখজনক ভাবে তরুণ নেতৃত্ব গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে একটি ফেসবুক পেজে গুজব ছড়ানো হয় যে, উপদেষ্টা আসিফের বাড়িতে ১২শ বস্তা চাল পাওয়া গেছে। এ সময় তার বাবার কাছে এর জবাব চাইলে, পুলিশদের ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।
এরই প্রেক্ষিতে, আজ মঙ্গলবার দুপুরে গুজবের এবং রিউমার স্ক্যানারের পাশাপাশি দুটি স্ক্রিনশট দিয়ে এক পোস্ট করেন ফেসবুকে। যেখানে রিউমার স্ক্যানার ঘটনাটি শার্শার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ঘটনা বলে উল্লেখ করে।
/এএইচএম
Leave a reply