নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া কয়লার ডর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোহরকয়া গ্রামের বশের মণ্ডলের ছেলে সফের মণ্ডল (৬০), তাঁর ছেলে মামুন (২৭), মুকাই মণ্ডলের ছেলে আব্দুল মান্নান এবং আবুল মণ্ডলের ছেলে সামসুল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালু ব্যবসায়ী জাফরুল পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলন করে সফের মণ্ডলের জমির ওপর দিয়ে জোরপূর্বক বালু বহন করছিলেন।

এ সময় সফের তাকে বাধা দিলে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হন। পরে আহতদের রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। এ সময়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply