ঈদুল আজহা উপলক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আগামী ১৪ জুন পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
বুধবার (৪ জুন) সকালে মতিঝিল বিআরটিসি বাস ডিপো থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
তিনি জানান, ঈদ উপলক্ষ্যে বিআরটিসির ৬৩০ টি অতিরিক্তসহ প্রায় ১২০০ পরিবহণ ঢাকাসহ সারাদেশে যাত্রীসেবা দেবে। সেইসাথে, আরও ৩৪০টি নতুন বাস বিআরটিসির বহরে যোগ হলে যাত্রীসেবার মান বাড়বে বলেও জানান তিনি।
অপরদিকে, ঈদের আগে নিজ জেলায় বিআরটিসি বাস চালু হওয়ায় খুশি যাত্রীরাও।
/এএইচএম
Leave a reply