পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (৪ জুন) কয়েক হাজার দলীয় নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।
মিছিলটি পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে টান ক্লাব মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের অংশিক জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
/এমএইচআর
Leave a reply