চন্দ্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার কয়েক কিলোমিটার জুড়ে ধীরগতিতে যানবাহন চলছে। ঢাকা থেকে গাড়িগুলো বের হওয়ার পরই যাত্রীর জন্য অপেক্ষমান থাকায় এই ধীরগতি তৈরী হয়েছে। এতে ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ তৈরি হয়েছে।

স্থানীয় একটি কারখানার কর্মকর্তা মেহেদী হাসান জানান, গাজীপুর থেকে কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ হয়ে চন্দ্রায় পৌঁছাতে তার প্রায় দুইঘণ্টা সময় লেগেছে।

একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ কাইয়ুম জানান, চন্দ্রা থেকে বাস পেতে বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর অতিরিক্ত ভাড়ায় বাসে পেয়েছেন তিনি।

এদিকে কাঙ্ক্ষিত গাড়ি না পেয়ে খোলা ট্রাক, পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে।

শিল্প অধ্যূষিত জেলা গাজীপুরে বিভিন্ন ধরনের ২ হাজার ১৭৬টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ শ্রমিক।

গতকাল বুধবার কয়েক ধাপে কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণা করেছে। ফলে আজ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বাড়ির উদ্দেশ্যে গাজীপুর ছাড়ছেন। এতে মহাসড়কে যাত্রীদের চাপ কয়েকগুন বেড়েছে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ-র‌্যাবসহ অন্যান্য বাহিনী একসাথে কাজ করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও ছিনতাই রোধেও পুলিশের আলাদা টিম কাজ করছে বলে জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply