জয়পুরহাটে পিয়াল হত্যা মামলা: পিতা-পুত্রসহ ৩ জন গ্রেফতার

|

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পিতা-পুত্রসহ তিনজনকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৫ জুন) দিবাগত রাত ২টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন– শহরের ইসলামনগরের বাসিন্দা ছামছ্দ্দীন মন্ডল ওরফে চানুর ছেলে রুবেল ওরফে রুমেল হোসেন (৩৬), সদর উপজেলার কোচকুড়ি গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে ছামছ্দ্দুীন মন্ডল ওরফে চানু (৬০) এবং তার পুত্র শিহাব হোসেন (২২)।

মামলা সূত্র থেকে জানা যায়, গত ২৮ মে দুপুর ১২টার দিকে শহরের ইসলামনগরের একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে ছাত্রদলের নেতা বিপ্লব আহমেদ পিয়ালের ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত পিয়ালের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে ইতোমধ্যে মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সালমান ফার্সী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply