ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমাড়ী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের ছেলে মাহিম (৮)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে তারা ঝিনাইদহ শহরে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিম মারা যায়। পরে মোস্তফা ও তার স্ত্রী সেলিনা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
/আরএইচ
Leave a reply