স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে হবিগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গরু ও কোরবানির চামড়া চোরাচালান প্রতিরোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
তিনি বলেন, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে কোরবানির চামড়া চোরাচালানের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে পুশইন রোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময়, দেশীয় খামারিদের স্বার্থরক্ষা ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, চলতি বছর বিভিন্ন চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য, মাদক ও যানবাহন জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন।
/এএইচএম
Leave a reply