ঈদের সময় বিভিন্নভাবে আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক’সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকে।
শনিবার (৭ জুন) সকাল থেকেই হাসপাতালে যাচ্ছেন আহতরা। চিকিৎসকরা জানান, গরু কোরবানি দেয়ার সময় বা গরু পরিবহনের সময় গরুর লাথি-গুতো খেয়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন।
আহতদের মধ্যে অনেকে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছেন। জরুরি বিভাগের কক্ষে রোগী আর তাদের স্বজন দিয়ে ভরা। নিরাপত্তাকর্মীরা বারবার স্বজনদের জরুরি বিভাগের কক্ষ থেকে চলে যেতে বলছেন। কারণ, ছোট একটি কক্ষে মানুষের ভিড়ে ঠিকমতো রোগীই যেতে পারছে না।
উল্লেখ্য, ঈদের দিনে রোগীর চাপ থাকলেও পর্যাপ্ত চিকিৎসা নেই বলে অভিযোগ রয়েছেন অনেকের। সেবা পেতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে তাদের।
/এমএইচআর
Leave a reply