বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

|

দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানীবাসী দেখা পেয়েছে মুষলধারে বৃষ্টির। তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (৭ জুন) সকালে দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শাহানাজ সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়– রোববার (৮ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঐদিনও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply