গাজার দক্ষিণাঞ্চলে ভবন ধসে নিহত ৪ ইসরায়েলি সেনা

|

গাজার দক্ষিণাঞ্চলের একটি ভবন ধসে প্রাণ হারিয়েছে ৪ ইসরায়েলি সেনা। এ ঘটনায় আহত হয়েছে আইডিএফের আরও ৫ সদস্য। শুক্রবার (৬ জুন) টাইমস অব ইসরায়েল’র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার গাজার খান ইউনিসের একটি ভবনে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে নিহত হয় ঐ ৪ সেনা। এর মধ্যে ২ জন কমান্ডো ইউনিটের সার্জেন্ট মেজর চেন গ্রস ও কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্টাফ সার্জেন্ট ইয়োভ রেভার। তবে বাকি ২ জনের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানায় ইসরায়েল প্রশাসন।

আইডিএফ’র প্রাথমিক তদন্ত অনুসারে, হামাসের গোপন ঘাঁটি ও সুরঙ্গ খুঁজতে ঐ ভবনে প্রবেশ করে সেনারা। আর ঠিক তখনই হামাসের পেতে রাখা বিস্ফোরকে ধসে পরে ভবনটির ছাদ। সাথে সাথেই মৃত্যু হয় ৪ ইসরায়েলি সেনার।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply