
রাজধানীর হাজারীবাগে মাটির নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ জুন) হাজারীবাগ সালাম সর্দার রোডের বালুর মাঠের উত্তর পাশের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। ওই নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়– ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোরের দিকে এক নারী ও এক পুরুষ একটি বালতিতে করে ওই মৃত নবজাতকটিকে মাটিচাপা দিয়ে যায়। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।
/এএম
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply