ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের ৮ স্বেচ্ছাসেবক দেশে ফিরতে রাজি হননি

|

গ্রেটা থুনবার্গসহ ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের ৪ স্বেচ্ছাসেবীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। তবে ১২ স্বেচ্ছাসেবকের মধ্যে ৮ জনই দেশে ফিরতে রাজি হননি। দেশে ফেরার আনুষ্ঠানিক পত্র ডিপোর্টেশন পেপারে স্বাক্ষরও করেননি তারা। এজন্য আটক রাখা হয়েছে তাদের।

সোমবার (৯ জুন) এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, স্বেচ্ছায় দেশে ফিরতে না চাওয়ায় আটক রাখা হয়েছে তাদের। মঙ্গলবারের মধ্যেই আদালতে তোলা হতে পারে সেই তালিকায় থাকা ৫ ফরাসি নাগরিককে। ভিন্ন ভিন্ন ফ্লাইটে ইসরায়েল থেকে স্বেচ্ছাসেবীদের নিজ দেশে পাঠানো হবে বলেও জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে এরই মধ্যে, ফ্রান্সগামী একটি বিমানে তুলে দেয়া হয়েছে গ্রেটা থুনবার্গকে। সেখান থেকে নিজ দেশ সুইডেনে ফেরত পাঠানো হবে তাকে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তার একটি ছবিও প্রকাশ করেছে।

অপরদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য রিমা হাসানকে প্রবেশ করতে দেয়া হয়নি ইসরায়েলে। তবে তাকে অনতিবিলম্বে ফেরত পাঠানো হচ্ছে নাকি আটক রাখা হবে তা এখনও স্পষ্ট নয়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply