টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: লর্ডস যেন ‘পেসার প্যারাডাইস’, রাবাদার ফাইফারের পর স্টার্ক-কামিন্স শো

|

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে উইকেটের ফুলঝুরি ফুটেছে। দিনের তিন সেশনে উইকেট পড়েছে ১৪টি, যার ১২টিই নিয়েছে পেসাররা। প্রথম ইনিংসে আড়াইশো পার না হতে পারা অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে নেমে দিন শেষ হবার আগে গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের টপ অর্ডারকেও।

বুধবার (১১ জুন) লর্ডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারায় টেম্বা বাভুমার দল।

দুই অজি ওপেনার লাবুশানে ও উসমান খাজা শুরুতে দেখেশুনেই খেলতে থাকেন। তবে, স্কোরবোর্ডে ১২ রান যোগ হতেই ছন্দপতন। প্রোটিয়াদের ত্রাতা হিসেবে আবির্ভুত হন রাবাদা। ব্যক্তিগত রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথে পা বাড়ান খাজা। একই ওভারে রাবাদা বিদায় করেন ক্যামেরন গ্রিনকেও। দলীয় ৪৬ রানে বিদায় নেন লাবুশানে। তার ব্যাট থেকে আসে ১৭ রান। দুই অঙ্ক ছোঁয়া হেড করেন ১১।

ঐতিহাসিক লর্ডসে ১৮তম অর্ধশতক তুলে নেন স্মিথ, যা সফরকারী কোনো দলের ব্যাটার হিসেবে সর্বোচ্চ।

৬৭ রানে ৪ উইকেট হারিয়ে অজিরা যখন দিশেহারা, লাঞ্চের পর দলের হাল ধরেন স্মিথ ও ওয়েবস্টার। পঞ্চম উইকেট জুটিতে ৭৯ রান তোলার পর এইডেন মার্করামের শিকার হন স্মিথ। এদিন, ৭৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। লর্ডসে এটি তার ১৮তম অর্ধশতক। এই মাঠে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ফিফটির রেকর্ড এটি। স্বদেশি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসকে টপকে যান স্মিথ। আউট হবার আগে খেলেন ৬৬ রানের ইনিংস।

অজিদের প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন ওয়েবস্টার

ওয়েবস্টার ৯২ বলে ১১ চারে দলীয় সর্বোচ্চ ৭২ রান করে রাবাদার শিকার হলে ২১২ রানের বেশি যেতে পারেনি অস্ট্রেলিয়া। বাকিদের ভেতর সবাই বিদায় নেন এক অঙ্কের রানে।

প্রোটিয়াদের পক্ষে ৫১ রানে ৫টি উইকেট তুলে নেন রাবাদা। ৩টি উইকেট পান মার্কো ইয়ানসেন। এছাড়া, ১টি করে উইকেট তুলে নেন কেশভ মহারাজ এইডেন মার্করাম।

ফাইফার তুলে নেন রাবাদা।

অজিদের অল্প রানেই আটকে ফেলে অবশ্য দিন শেষে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হানেন মিচেল স্টার্ক। প্রথম ওভারের শেষ বলেই মার্করামকে শূন্য রানে বিদায় করেন এ পেসার। দলীয় ১৯ ও ব্যক্তিগত ১৬ রানে বিদায় করেন আরেক ওপেনার রায়ান রিকেল্টনকেও প্যাভিলিয়নের পথ দেখান। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা।

শেষ বিকেলে প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত স্টার্কের।

মুন্ডার ও স্টাবসও আউট হন যথাক্রমে ৩ ও ২ রানে। দিনশেষে অধিনায়ক বাভুমা ৩ ও ডেভিড বেডিংহ্যাম ৮ রানে রয়েছেন অপারিজত। অজিদের পক্ষে একটি করে উইকেট পান জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

আগামীকাল ১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply