ইসরায়েলি হামলায় ৯ ভাই-বোন ও বাবাকে হারিয়েছে আদম আল-নাজ্জার। সেই শিশুটিসহ আরও ১৭ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য ইতালি নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (১১ জুন) ইতালির মিলান শহরের লাইনেট বিমানবন্দরে অবতরণ করে বিমান। সেখানে মা ডা. আলা আল-নাজ্জারের সাথে দেখা যায় ১১ বছর বয়সী আদম আল-নাজ্জারকে। খবর আরব নিউজ, টাইমস অব ইসরায়েলের।
এর আগে, গত ২৩ মে খান ইউনিসে নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন আদম আল-নাজ্জারের বাবা হামদি আল-নাজ্জার। ৪০ বছর বয়সী এই ফিলিস্তিনি চিকিৎসক স্ত্রীকে কর্মস্থল নাসের হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার পরপরই এই হামলার শিকার হন। গত ৩১ মে হামদির মৃত্যু হয়।
বুধবার চিকিৎসার জন্য ইতালি আসে আরও ১৭ ফিলিস্তিনি শিশু। অভিভাবকের সাথে আসা শিশুদের অর্ভ্যথনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, জর্ডান-গাজা মেডিকেল কোরিডর দিয়ে ১৬ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য জর্ডান নেয়া হয়েছে। যাদের মাঝে ১০ শিশুই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।
/এএম
Leave a reply