সাতক্ষীরা করেসপনডেন্ট:
সাতক্ষীরা সদর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বাড়ির মালিক আজাহার আলী (৬৭), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের আতিয়ার রহমান (৬৫), ধুলিহর গ্রামের আবু তালেব (৫০), শহরের রসুলপুর এলাকার জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরার অবুল কালাম (৫৭), কামালনগর এলাকার নবাব আলী (৬০) ও যশোরের বাঁগআচড়া গ্রামের মেহের আলী (৫২)।
পুলিশ জানায়, সদর উপজেলার পলাশপোল এলাকার একটি বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন খবরে গতকাল বুধবার (১১ জুন) রাতে অভিযান চালানো হয়। অভিযানে আট জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি টাকার বিনিময়ে বাড়িতে জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিককেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার নানা সামগ্রী জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
/আরএইচ
Leave a reply