প্রতীকী ছবি।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম রাজিব মিয়া (১৮)। তার বাড়ি উপজেলার কুতুবপুর ইউনিয়নে।
শুক্রবার (১৩ জুন) সকালে এই ঘটনা ঘটে। নিহত রাজিব সরকারি বরহামগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, সকালে রাজিব মিয়া নিজ বাড়ির একটি ঘরের বেড়া মেরামতের কাজ করছিল। এসময় অসাবধানতাবসত ঘরের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
পরিবারের লোকজন ও এলাকাবাসী আহতাবস্থায় তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
/এমএইচআর
Leave a reply