হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে নারী শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ।
শুক্রবার ভোররাত ৩টার দিকে অচিন্তপুর সীমান্তের ২৯৫ মেইন পিলার এর ১নং সাবপিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
পরবর্তীতে সীমান্ত এলাকায় এলোমেলোভাবে ঘুরাঘুরি করছিল তারা। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে। তারা সকলেই বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের সকলের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায়।
আটককৃতদের দাবি, তারা ২০২৪ সালের ৭ অক্টোবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যায়। সেখানে মুম্বাইয়ে কাজ করছিল। পরবর্তীতে তাদের আটক করে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুশইনকৃত ব্যক্তিরা হচ্ছে মো. আকাশ মোল্লা (৬০) স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪), মনির মোল্লা (৩০)। নাতি বিল্লাল মোল্লা (১৬) মোহাম্মদ মোল্লা(১২) রাবেয়া মোল্লা (৪) নাতিনি সুমাইয়া খাতুন (১১) আহমেদ মোল্লা (৮), আলামিন (৮) সুরাইয়া (৮) খাদিজা খাতুন (৪) ইব্রাহিম মোল্লা (২) ছেলের বৌ ঝর্ণা খাতুন (২৮) এবং প্রতিবেশী তাজমা বেগম (৪০)।
সকলেরই বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামে। বিরামপুর থানা পুলিশের নিকট হস্তান্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্প কমান্ডার।
/এটিএম
Leave a reply