ইসরায়েলের দুটি ফাইটার জেট ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, দেশটির সিরাজ ও ইসফাহান শহর থেকে মিসাইল ছোঁড়ে বিমান বাহিনী।
এতে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের দুটি এফ- থার্টি ফাইভ ফাইটার জেট ও বেশ কিছু সংখ্যক ড্রোন। এ হামলার পর দুটি ফাইটার জেটের একটিতে থাকা নারী পাইলটকে ইরানের সেনাবাহিনী আটক করেছে বলেও দাবি তাদের। তবে জানা যায়নি আরেকজন পাইলটের অবস্থা।
তেল আবিবের হামলার পাল্টা জবাবে এ আক্রমণের দাবি জানিয়েছে তেহরান। যদিও ইরান সেনাদের হামলায় ফাইটার জেট ধ্বংসের দাবিকে অস্বীকার করেছে আইডিএফ।
/এমএইচ
Leave a reply