ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দু’প্রান্তে দেখা দিয়েছে যানজট। ধীরগতিতে চলছে গাড়ি।
ঈদের ছুটির শেষদিন থাকায়, ভোর থেকেই কর্মস্থলমুখী মানুষ। বেড়েছে যানবাহনের চাপ। যত্রতত্র গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী। সড়ক উন্নয়নের কাজও চলছে।
এরপর যমুনা সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়। এতে, সিরাজগঞ্জের নলকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে অন্তত ২০ কিলোমিটারজুড়ে যানজট। ধীরগতিতে এগুচ্ছে গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী আর চালকরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।
ঢাকায় ফেরা মানুষের চাপ দৌলতদিয়া ঘাটেও। বেড়েছে যানবাহনের সংখ্যাও। ঈদের লম্বা ছুটি শেষে কাল থেকে খুলছে অফিস-আদালত। তাই, আগের দিন, ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই ফেরি ঘাটে ভিড়। চাপ আছে লঞ্চ ঘাটেও। তবে, ভোগান্তি নেই; নির্বিঘ্নই আছে পারাপার। বিকেলে এই চাপ আরও বাড়বে বলে ধারণা, ঘাট কর্তৃপক্ষের।
/এটিএম
Leave a reply