সাতক্ষীরা করেসপনডেন্ট:
জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন ও বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় শহরের আল বারাকা মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির সাতক্ষীরা আহবায়ক কামরুজ্জামান বুলু, সদস্যসচিব আহসান উল্লাহ, সদস্য নাজমুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের স্বীকৃতি ও সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এ সময়, যতদ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণার দাবি জানান তারা।
পরবর্তীতে, মানববন্ধন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন এনসিপির নেতাকর্মীরা।
/এএইচএম
Leave a reply