অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের সবশেষ মৌসুমে হোবার্ট হারিকেন্সে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি তার। মূলত বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে সেবার এনওসি পাননি তিনি। তবে, আসামী মৌসুমের জন্য এবারও রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স কর্তৃপক্ষ।
এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েও খেলা হয়নি রিশাদের।
Bangladeshi leg spinner Rishad Hossain has joined the 'Canes at Pick 13! pic.twitter.com/qHRasO2R7s
— Hobart Hurricanes (@HurricanesBBL) June 19, 2025
বিগ ব্যাশের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রিশাদের দল হোবার্ট হারিকেন্স। এবার যদি তিনি বিসিবি থেকে এনওসি পান, তাহলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবেন এই টাইগার লেগ স্পিনার।
রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শামীম হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
উল্লেখ্য, চলতি বছরের ২১ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিগ ব্যাশের ১৫তম আসর।
/এমএইচআর
Leave a reply