সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য ফোরাম। আগামী শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে সারাদেশে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণাদ দেন প্লাটফর্মটির নেতারা।
বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারিরা। এর আগে, সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে কর্মকর্তা-কর্মচারিরা সমাবেশে যোগ দেন।
এ সময় সংশোধিত অধ্যাদেশকে অবৈধ কালো আইন বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। অধ্যাদেশ বাতিল না করলে আগামী রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেয় তারা।
/আরএইচ
Leave a reply