
ইসরায়েলকে লক্ষ্য করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তথ্য জানিয়েছে। এতে দেশটির হাইফায় দুইজন আহত হয়েছেন। খবর আলজাজিরা।
তারা জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় গণমাধ্যম জানায়, দেশজুড়ে সাইরেন বাজছে এবং বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
🚨Sirens sounding in parts of Israel as Iran launches another round of ballistic missiles🚨
— Israel Defense Forces (@IDF) June 20, 2025
টাইমস অব ইসরায়ল জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণাঞ্চলের বেইরশেভা এলাকা, তেল আবিব ও জেরুজালেমে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ইরান ইসরায়েলের চলমান সংঘাত ঘিরে গত শুক্রবার থেকে দেশ দুইটি নিজেদের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় মারা যান ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
/এসআইএন



Leave a reply