
রাজধানীর উত্তরখানে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাস্তার উন্নয়নকাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি আওয়ামী সরকারের সমর্থক ছিলেন। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় তার ছেলে হৃদয় এই কাজে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামি এস এম তোফাজ্জল হোসেনের আত্মীয় এই হাবিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাসহ বিভিন্ন উন্নয়নকাজে বাধা দিচ্ছেন। তার বাড়ির সামনে যতটা জায়গা রাস্তার জন্য ছাড়ার কথা তা ছাড়েননি তিনি। সেই সাথে পূর্ব শত্রুতার জেরে এখন তিনি রাস্তার অপর পাশে থাকা একটি বাড়ির কিছু অংশ ভাঙার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
সিটি করপোরেশন অভিযোগ পাওয়ায়, রাস্তার ওই অংশের কাজ বন্ধ রেখেছে বলে জানায় প্রকৌশলী। যদিও এলাকাবাসী বলছে, স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হুমকির কারণে সিটি করপোরেশন রাস্তার কাজ বন্ধ রেখেছে।
এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে উত্তরখান থানা পুলিশ।
/এমএইচ



Leave a reply