সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ৩ নাম ঘোষণা খামেনির

|

চলমান সংঘাতের মধ্যে উত্তরসূরি হিসেবে ৩ জন ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (২১ জুন) ‘নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষা করার জন্য ‘একটি ধারাবাহিক পদক্ষেপ’ নিয়েছেন।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, খামেনি জানেন ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’কে তিনটি নাম জানিয়েছেন খামেনি। এর মধ্য থেকেই একজনকে উত্তরসূরি হিসেবে নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন তিনি।

তবে খামেনির প্রস্তাব করা তিন নাম প্রকাশ করা হয়নি। সেইসাথে, সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি প্রার্থীদের মধ্যে আলী খামেনির ছেলের নাম যে নেই সে সম্পর্কে নিশ্চিত করেছেন দেশটির দায়িত্বপ্রাপ্তরা।

প্রতিবেদনে আরও বলা হয়, সর্বোচ্চ নেতা এখন একটি ‘বাঙ্কারে’ সময় কাটাচ্ছেন। তাকে হত্যা করার জন্য ইসরায়েলি হুমকির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন দিবাগত রাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪শ’র বেশি মানুষ নিহত হন।

পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply